২৪/১২/২০২১
শনিবার
আমার এই গাছে ফুল ফুটেছে, বিশ্বাস করতে পারছি না। মৃতপ্রায় চারাগুলিকে আমি পেয়েছিলাম হাঁটা
পথে।
মায়া হল। এসেই লাগিয়ে দিলাম। আর আজ
ফুলে ফুলে ভরে উঠেছে।
ম ন টা ভ রে উঠল।
আল্লাহর নেয়ামত। কি সুুন্দর।
কুড়িয়ে পেলাম যাকে, সে আমার বারান্দাকে শুধু
সুুন্দর কর ল না, ভ রি য়ে দিল আমার ম ন টা কে
আমার ম ন টা আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভ রে গেল।
No comments:
Post a Comment