১৯/১২/২০২২
রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয়বারের মতো শিরোপা জিতে আর্জেন্টিনা।
বিশ্বকাপের ফাইনাল ফাইনালের মতোই হলো। শ্বাসরুদ্ধকর ফাইনালে রোমাঞ্চ ছড়িয়ে অবশেষে জয় পেল আর্জেন্টিনা।
রাশিফল
কর্কট : আপনার উদ্যোগে বৈষয়িক লাভবান হওয়ার সুযোগ পাবেন। আর্থিক দিক ভালো। সন্তানের জন্য ভাবনা কমবে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। স্বার্থের পরিপন্থী কারো অনুরোধ রক্ষা করবেন না।
উপকারি চুলের টিপস
শ্যাম্পুর বিকল্প
চুলে শ্যাম্পু করতে না চাইলে ১০-১৫টি গ্রিন-টি ব্যাগ পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল পরিষ্কারের পাশাপাশি ঝরঝরে থাকবে। সপ্তাহে এক দিন সোডা দিয়েও চুল পরিষ্কার করতে পারেন। চুল ভেজানোর পর সোডা মেখে পাঁচ-সাত মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল নরম হয়, খুশকি দূর হয়। শীতকালে খুশকির সমস্যা বেড়ে যায়। তাই চুল ধোয়ার সময় এক মগ পানিতে পাতিলেবুর রস মিশিয়ে মাথায় দিতে পারেন। এতে খুশকির সমস্যা দূর হবে।
একটি উপকারী প্যাক
একটি বাটিতে তিন টেবিল চামচ ঠাণ্ডা টক দই ও এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। চুল ও মাথার তালুতে প্যাকটি ভালো করে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। এই প্যাক চুলের ময়লা দূর করে চুল পরিষ্কার করে।
উপকারি স্কিন টিপস
আমাদের শরীরের খোলা অংশের আর্দ্রতা বজায় রাখতে ভ্যাসেলিন ভালো কাজ করে। ভ্যাসেলিন ও জলপাই তেল মিশিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। রাতে ঘুমানোর আগে হাত, পা ও মুখে ভ্যাসেলিন মেখে ঘুমালে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। নিয়মিত ভ্যাসেলিনের ব্যবহার চোখের নিচের কালো দাগ, ভাজ বা রুক্ষতা দূর করবে। শীতে হাত-পা ফাটতে দেখা যায়। পা ফাটা রোধে প্রতিদিন ভ্যাসেলিন ব্যবহার করতে হবে। যাদের পা ফাটার প্রবণতা বেশি এবং পায়ের চামড়া বেশি পুরু তারা গ্লিসারিন ও ভ্যাসেলিন একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আরো ভালো উপকার পেতে পায়ে ভ্যাসেলিন মেখে মোটা মোজা পরে রাতে ঘুমান। রাতারাতি পায়ের রুক্ষতা কেটে যাবে।
No comments:
Post a Comment