16.2. 2020
Sunday
আজ অকারণে ছোটবেলাকার একটা ঘটনা মনে
পরে গেল, তখন আমি ক্লাশ টেনে পড়ি।
আমার বান্ধবী নিপা আমাকে জিজ্ঞাসা করেছিল,
“ভালবাসা কি খারাপ? ভালবাসা কেন খারাপ? ”
বাংলাদেশ নামের দেশে শুধু ভালবাসা খারাপ।
মুসলিম তাই গান গাওয়া খারাপ, কবিতা খারাপ, ছবি খারাপ, নাচা খারাপ,সুন্দর করে সাজা, চুল বাধাঁ করে লোককে দেখানো খারাপ। এখন শুনছি আল্লার জিকির করাও খারাপ।
দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি। সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?
No comments:
Post a Comment