Sunday, June 14, 2020

                   14.6. 2020
                      রবিবার

আজকেও বৃষ্টি। কিছুই করার নেই।


এখন কাজ না করে বসে থাকতে একটুও

ভাল লাগে না।

জমজমাট আড্ডা দিতে মন চাইছে।

কিছু বই যদি পেতাম ভাল হত।


                      

Saturday, June 13, 2020


                 ১৩/৬/২০২০
                  শ নি বার




আজ সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। কেমন মন আন মনা হয়ে থাকার দিন। কেমন একা একা লাগার দিন।
মন চলে যায় পুরান দিনে। 
 মার হাতের রান্না খিচুরি , বেগুন ভাজি, ডিম 
ভাজি, ইলিশ ভাজি, মুড়ি মাখা, সারাদিন সিনেমা দেখা, বই পড়া/
সেই সব আগডুম বাগডুম দিন গুলি/




Friday, June 12, 2020



             আজকের ভাবনা
              ১২। ৬। ২০২০
                 শুক্রবার

মেয়েরা হেরে যায়  ভালবাসার  কাছে/

মেয়েরা  শুধুই  মেয়ে সব সমাজে, সব সংস্কৃতিতে , সব সভ্যতা ই ।  

ভাল থাকার  সংজ্ঞা কি?

মানুষ  বাঁচতে  পারেনা  মানুষ কে ছাড়া ।





Wednesday, June 10, 2020



         ১১.৬.২০২০
       বৃহস্পতিবার

বাংলাদেশের মানুষরা মনে করে বিদেশে স্বর্গ আছে। সবাই বিদেশে আসতে চাই। সেদিন একজন বাংলাদেশি ভাই বলল যে আমরা নাকি হিংসা করি তাই তারা যাতে বিদেশেতে 
আসতে না পারে আমাদের মত ভাল না থাকতে পারে তাই আমরা তাদের জন্য 
চেষ্টা করিনা।
আসলে তারা কি জানে বাইরে থেকে যা দেখা 
যাই তা কি সব ? 
তারা একদিন জানতে পারবে যে, বিদেশে যারা থাকে তাদের কোনও দেশ থাকেনা। তারা জলে ভাসা পদ্ম। শূন্য সবই শূন্য।