Sunday, September 11, 2022

 

     Living Rock

 জীবন্ত পাথর


জীবন্ত পাথরে আসল নাম প্যুরা চিলেন সিস।

কেন এদের কে জীবন্ত পাথর বলা হয়?

কারণ

১.

এদের আঘাত লাগ লে রক্ত বের হয়।


২.

এই পাথর গুলি পানিতে থাকা অনু জীব খায়।

.

এই পাথর গুলি পুরুষ হিসাবে জন্ম নিলেও প রিন ত বয়সে উভলিঙ্গে পরিনত হয়। প্রজননের সময় তাদের শরীর থেকে একই স ঙ্গে শু ক্রানু ও ডিম্বানু উৎপন্ন হয়।আর এদের মিলনের ফ লে ব্যাঙাচির মত দেখতে এক রক ম জীবের জন্ম হয়। এগুলি পাথ রের স্ ঙ্গে লেগে থাকা অবস্থায় দীর্ঘ দিন থাকে। একটু বড় হওয়ার পর এরা পাথর থেকে আলাদা হয়ে যায়।

“সেলফিং” নামের এই  বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নেয় আর ও একটি জীবন্ত পাথর।

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


এই পাথ র জীবের অন্যতম বিশেষ গুণ হল এদের রক্তে ভ্যনাডিয়াম পাওয়া যায়।

সমুদ্রের গভীরে অন্ধকার প রি বেশ এদের বাস স্থান।

পেরু ও চিলিতে এদের পাওয়া যায়।

পেরু ও চিলির অধিবাসীরা এই জীবন্ত পাথ রের মাংস খাদ্য হিসাবে গ্রহ ন করে।

 



No comments:

Post a Comment