Sunday, November 3, 2024



31/10/2024

এই বা মন্দ কি
-তারাপদ রায়
সারা জীবন আমি শুধু নিজেকে খুঁজেছি,
সারা জীবন তুমি শুধু নিজেকে খুঁজেছো,
মাঝেমধ্যে মুখোমুখি দেখা হয়ে গেছে আমাদের
কখনো আমি ভেবেছি
আমি বোধহয় তোমাকেই খুঁজছিলাম।
কখনো তুমি ভেবেছো
তুমি বোধহয় আমাকেই খুঁজছিলে।
এই রকম হেঁয়ালি ও ধাঁধা ভরা আমাদের জীবন,
তার বাইরে কিছুটা ছিলো কাজকর্ম
ফসল কাটা, পাতা কুড়োনো, কুঁড়েঘর বাঁধা,
শীতের রাতে ধুনি জ্বালানো, আরো কত কি।
তবু সব কিছুর মধ্যেই কি যেন খুঁজেছিলাম আমরা,
হয়তো আমাদেরই খুঁজেছিলাম,
নদীর জলে আমরা আমাদেরই ছায়া দেখে
নিজেদের চেনার চেষ্টা করেছিলাম।
সারা জীবন চিনতে চিনতে খুঁজতে খুঁজতে
মাঝে মধ্যে এখানে ওখানে দেখা হয়ে গেলো আমাদের,
এই বা মন্দ কি?




 

Saturday, November 2, 2024


3/11/2024

আজ   রোববার।
2/11/2024 এ আমার বড় ছেলে টোকিও থেকে আসলো ।
তাইতো এত আয়ো জ ন।

 বাসম তির  পোলাও ,  রুপবান্দা ফ্রাই , চিংড়ি র দপেয়াজা, মুগির ডাল , সালাদ আর আমাদের বাড়ির চিকেন রোস্ট তাতে অবশ্যই থাকবে ডিম। একের ভিতর দুই। ডিমের কুরমা আর  ক রা লাগে না এই আর কি? 

আমার বড় ছেলে  চিকেন রোস্ট খেতে ভালোবাসে।