আজকের ভাবনা
৬/৯/ ২০২০
১।
সৌন্দর্যের সংজ্ঞা কি?
আসলে কি সৌন্দর্য কে সংজ্ঞায়িত করা সম্ভব?
২।
যুগে যুগে সৌন্দর্যের সংজ্ঞা পাল্টায়।
বিভিন্ন সমাজে, বিভিন্ন কালে, বিভিন্ন কালচারে সৌন্দর্যের সংজ্ঞা বিভিন্ন রকম।
আজ সারা বিশ্বে প্রচার করা হচ্ছে মেয়েদের জন্য ফর্সা মানেই সুন্দর, জিরো ফিগার মানেই আকর্ষণীয়।
৩।
সবই কর্পোরেট ব্যবসা। মোটা বা চিকন, কালো বা ফর্সা- কোনটা ফ্যাশন এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা। তারাই তাদের প্রয়োজনে বিভিন্ন সময়ে সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয়, আর আমরা সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য ঝাঁপিয়ে পরি।
৪।
যার অন্তর সুন্দর না , বাইরের অতুলনীয় সৌন্দর্য ও তাকে ম্লান করে দেয়।
আবার সৌন্দর্য দীর্ঘ স্থায়ী নয়।
৫।
অসৎ কিন্তু বাইরের অতুলনীয় সৌন্দর্য আছে
তাদেরকে কি আমরা সুন্দ র বলতে পারি?
No comments:
Post a Comment