Saturday, October 31, 2020

 






ঘৃণা ছড়ানোর নাম ইসলাম নয় বরং মায়া ছড়ানোর নাম ইসলাম। মানবিকতার নাম ইসলাম। 

সৎ ও আদর্শের পথে চলা ইসলাম। 

মানবাধিকতার নাম ইসলাম। মানুষকে সম্মান করার নাম ইসলাম। মানুষকে ক্ষমা করার নাম ইসলাম। 


কথা ছিল ধর্ম মানে হবে শান্তি। কিন্তু বাস্তব চিত্র উল্টো। পৃথিবীতে ধর্মই বড় বড় সব অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, দাঁড়াচ্ছে।

 ইসলামকে এমন এক কঠোর ও স্পর্শকাতর ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, যাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না। 

এই যদি হয় পরিস্থিতি, তাহলে এই অস্পৃশ্য পাষাণকে মানুষ একটা সময় পরিত্যাগ করতে বাধ্য হবে। এর থেকে যোজন যোজন দূরে থাকাটাই কল্যাণ মনে করবে। ধর্মান্ধরা বুঝতে পারছে না, তাদের কঠোরতার কারণে যে ধর্মহীনের সংখ্যা ক্রমশ বাড়ছে। তারা জানে না, মুদ্রার যে উল্টো একটা পিঠ আছে। 

কাজী নজরুল ইসলামের ভাষায় বলি

মানুষেরে ঘৃণা করি/ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি মরি!

ও’ মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে

যাহারা আনিল গ্রন্থ-কিতাব সেই মানুষেরে মেরে।

পূজিছে গ্রন্থ ভণ্ডের দল! -

মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ;- গ্রন্থ আনেনি মানুষ কোনো।”

No comments:

Post a Comment