Friday, February 12, 2021

 


১৩।২।২০২১

১৩ ফেব্রুয়ারি, নিজেকে নিজে ভালোবাসার দিন।






ম্যাডলি ইন লাভ উইথ মি বা আত্মভালোবাসার এ ধারণা ও দিবসটির আনুষ্ঠানিক প্রচলন করেন আমেরিকান লেখক ক্রিস্টাইন আরিলো।

অবশ্য ১৫৬৩ সালেই এ ধারণা স্বীকৃতি পেয়েছিল দার্শনিকদের কাছে। তবে তা ওই দার্শনিক মহলেই। সাধারণ মানুষের কাছে এটি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ক্রিস্টাইন আরিলোর ভূমিকাই প্রধান।


গত দশকে ম্যাডলি ইন লাভ উইথ মি নামের একটি বই লিখে তিনি এ ধারণা সামনে নিয়ে আসেন।

ত থ্য সুত্র প্র থম আলো

No comments:

Post a Comment