Tuesday, February 16, 2021

 ১৬/২/২০২১

আজকের দিন


আজকে অনেক রোদ উঠেছে। শীতটা ও 

সহনীয়। সেমাই পিঠা বানালাম। 


সহজ করে, সাদা করে জীবন কে দেখতে পারাও এক আশ্চর্য ক্ষমতা। 


সহজের সাধনা আসলে  ততটা সহজ না।

শ্যাম এত লীলা বোঝ তুমি মন বোঝ না।


No comments:

Post a Comment