Sunday, February 14, 2021

 আজকের ভাবনা

১৫/২/২০২১

সোমবার

আজ সকাল থেকে বৃষ্টি। শীত অতটা নেই। তবে আমার ম নে কোন ভাল লাগা নেই।

ছে লে টা বিদেশে। চাকরি বাকরির কো ন হদিস নেই। সব সময় কিছু না কিছু  সমস্যা থাকবেই।

জীবনটা এমন কেন?

আমার জীবন টা যে কেম ন থেমে গেছে তা চিন্তা ক রা যায় না।

বারে বারে থেমে যায়।

খুব ব ড় একটা ভুমিকম্প  হ ল। কিভাবে কাঁপছিল চারপাশ।

কি রকম না। 

এক মুহূর্তে ই  সব শেষ হয়ে যায়।

আবহাওয়া যেমন পরিবর্তনশীল, তেমনি আমাদের জীবন।

তাই তঁ এত ভয়।

হাসতেও ভয় লাগে।

আমাদের দেশে কথা আছে না, যত হাসি  তত কান্না।



No comments:

Post a Comment