১৪/ ২/ ২০২১
ভালবাসা দিবস।
আজকের ভাবনা?
ভালবাসা কি? কি ভাবে বোঝা যায় ভালবাসা?
ভালবাসা আর ভাললাগা কি এক?
ভাল বাসা মানে কি মায়া ?
মায়া কি ভালবাসা ?
ভালবাসা কেন ম রে যায়?
নচিকেতার গান ,
‘কারও চোখ ভালো লাগে, কারও মুখ ভালো লাগে, কারও বা চরিত্রের গঠন!’
নামে কীই–বা যায় আসে...গোলাপ তার সুরভি ছড়িয়েই যায়!
কি দরকার তাকে ক্যাটাগোরাইজড করার?
আমারই হতে হবে? নয়তো জীবন বৃথা?
-জীবন ছোট, তবে এত ঠুনকোও নয়!
ভালোবাসায় আমার বিশ্বাস নেই!

No comments:
Post a Comment