Wednesday, March 2, 2022

 


আজ ৩/৩ তারিখ, জাপানে পালিত হয়, হিনা মাসুরি মানে পুতুলের উৎসব। এই দিন টা কে  মেয়েদের দিন হিসাবে দেখা হয়। বাড়ির মেয়ে বাচ্চাদের  সুন্দর ভাবে বেড়ে উঠা ও তাদের সু স্বাস্থ্য কাম না ক রা হয়। পুতুল সাজানো আর বিশেষ খাওয়া দাওয়া এই উৎসবের বৈশিষ্ট্য।

No comments:

Post a Comment