22/3/2022
ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলার একটি গ্রামের নাম পেরুমকুলাম।
পেরুমকুলামের মোড়ে মোড়ে দেখা মিলবে ছোট ছোট বইঘরের। ইচ্ছামতো সেই বই নেওয়া যায়, পড়া যায়। পড়া শেষে সেই বই রেখে দেওয়া যায়। সেই বইঘরের রাখা থাকে সংবাদপত্রও।
পড়াকে উৎসাহিত করতে এরকম গ্রাম তৈরি করা হচ্ছে ভারতে।
++++++++++++++++++++++++++===============
আমি সারাজীবন ধরে চাইতাম এই রকম একটা সবপ্ন দেখতাম যে, আমার বাড়ির পাশেই থাকবে একটা বই ঘর আর আমি ইচ্ছামত মনের মত ব ই পড় তে পারব। আহা কি যে ভাল লাগল খবর টা জেনে।
==========================================
জাপানে আমরা প্রবাসী্রা এমন একটা বই ঘর কি বানাতে পারি না?
No comments:
Post a Comment