Tuesday, September 21, 2021

  

২২/৯/২০২১

কিছু কথা


১।

খাঁচায় বন্দি পাখি যেমন না উড়তে উড়তে, উড়তে ভুলে যায়, ভয় পেতে পেতে আর সে উড়তে পারে না, ভয় কাটাতে পারে না, তেমনি মেয়েরাও মনে মননে শরীরে দুর্বল অসহায়ত্ব বরণ করে নেয়। কিন্তু বাস্তবে এই মেয়েটি শক্তিতে চিন্তায় ছেলেদের চেয়ে কোনোভাবেই কম নয়। শুধু চিন্তায় ভাবনায় শরীরে প্যাকটিসই হলো মূল বিষয়। তুমি দুর্বল ভাবো বলেই দুর্বল, তুমি ভয় পাও বলেই তারা ভয় দেখায়


.২/

যখন নিজের গর্ব করার মতো কিছু অবশিষ্ট থাকে না, তখন মানুষ অন্যের কুৎসা রটনায় ব্যস্ত হয়। একটা ছোট রেখার পাশ্বে একটি বড় রেখা যখন অস্তিত্বকে চ্যালেঞ্জ করে, তখন বড় রেখাটাকে মেটাতে ব্যবহার করতে হয় ইরেজার। কুৎসা হলো সেই ইরেজার।

No comments:

Post a Comment