উপকরণ:
দই আধা কেজি,
গোলাপের সিরাপ ৪ টেবিল চামচ,
চিনি পরিমাণমতো,
ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ,
বরফের টুকরা ৬–৭টি,
শুকনা গোলাপের পাপড়ি ১ টেবিল চামচ
গোলাপজল দেড় টেবিল চামচ।
প্রণালি:
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।
No comments:
Post a Comment