আজকের ভাবনা
২১/১২/২০২০
১/
না শব্দটাকে প্রথম দেখাতে নেতিবাচক মনে হতে পারে। কিন্তু না শব্দটার মধ্যে ইতিবাচকতা ও আছে।
২/
হা বলাটা যতটা সহজ না বলাটা ততটাই কঠিন।
৩/
হাতের উপর হাত রাখা খুব সহজ নয়সারা জীবন বইতে পারা সহজ নয়
এ কথা খুব সহজ, কিন্ত কে না জানে
সহজ কথা ঠিক ততটা সহজ নয়...
(শঙ্খ ঘোষ)
৪/
পৃথিবীতে কোনো কিছুই সহজ নয়। সহজ কথাটাও অনেক কঠিন।
৫/
আঘাত মানুষকে কষ্ট দেয় না মানুষকে বদলে দেয়।
No comments:
Post a Comment