Friday, July 31, 2020


                      1.8. 2020

                  আজকের ভাবনা


ঈদ মু বারাক।

কাল ঈদে বাসায় মিয়ানমারের , আরাবীয় আর
বাংলাদেশী রা আস লো ।
পো লা ও , চিংড়ি মাছে র দো পেয়াজা, 
ত ন্দুরি চি কেন, বিফ ভুনা, বেগুন ভাজা , সালাদ ছিল মেইন মেনু। সেমাই দু রক ম,
দুধ সেমাই, শুকনা সেমাই, পুডিং ছিল সুইট 
আইটেম। রান্না গুলা আলহামদুলিল্লাহ দারুন 
হয়েছিল। আমার ছেলেরা খুব ম জা করেছে।
আমার জীবনের থেকে আর একটা সুখে সুখে ভ রা দিন শেষ হয়ে গেল।
আলহামদুলিল্লাহ।


                    



No comments:

Post a Comment