Sunday, August 30, 2020

                                            ৩১/৮/২০২০

                                        আজকের ভাবনা


আমি চিন্তা করলাম আমি যদি আমার জীবনের কিছু ঘটনা মুছে দিতে পারতাম, তাহলে কি ভাল হত। এখন মনে হচ্ছে কিছুই মুছে ফেলার মতন নয়। সবই দরকারি। আমি ভেবেছি ভুল,

কিন্তু আল্লাহ জানেন কোনটা আমার জন্য

 সঠিক।

হুমায়নের পারাপার পড়লাম। ভাল লাগেনি।

এমন দিনে কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে


No comments:

Post a Comment