আজকের ভাবনা
৫/৩/২০২১
আমি আজকাল একটা বিষয় বুঝতে পারছি
যে মেয়েরা এখন গার্মেন্টস এ চাকরী ক রে অনেকে ই মেনে নিতে পারছে না। আগে তারা বাসায় তাদের কাজের লোক ছিল। এখন তারা নিজে ইনকাম করে, নিজের মত করে চলে।
তারা কাজের লোক খুঁজে পায় না। হায়রে জগত! তোমার স্বা র্থের সাথে না মিললেই
তু মি তার পিন্ডি চটকাবে। তোমার মন পছন্দ না হলেই তাকে খারাপ বলবে।
কিছুই ছিলনা যারা এই সমাজে , তারা এক টু
স ন্মানের সাথে বাঁচতে পারছে তা ও তোদের
সহ্য হচ্ছে না।
জ্বালাটা কোথায় ধরতে পেরেছি।
অল্প পয়সায় তাদের শ্রম আর বিনা পয়সায় তাদের দেহ ভোগ করা যাচ্ছেনা তাই গায়ের
ফুসকায় জ্বালা ধরেছে। সাবধান! ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
No comments:
Post a Comment