জাপানী পিঠা
জাপানীরা কিন্তু আমাদের মত পিঠা খায়। এই পিঠাগুলি ও চালের গুড়া দিয়ে বানানো হয়। জাপানীরা পিঠা কে মচি ( Mochi) ব লে।
যেমন শীত কালে বাঙ্গালীদের মাঝে পিঠা খাওয়ার ধুম পড়ে , উৎসব পার্বণে পিঠা বানাই। তেমনি
নুতন বছরে র শুরু, এদের এই বড় উৎসবে এরা পিঠা খায় ।
No comments:
Post a Comment