Friday, March 14, 2025

              লিঙ্কন বি ডি র মেয়েদের নিয়ে ভাবনা


আচ্ছা বলেনত ধর্মীয় বেড়াজালে মেয়েরা কি সত্যিই নিরাপদ? বিশেষ করে আমাদের মোল্লা এবং তার সাংগপাংগরা যে তবলা প্রতিদিন বাজাচ্ছে, পর্দা করলে মেয়েরা নিরাপদে থাকবে, এই কথাটি কতটুকু সত্য?

আসেন আপনাদের পরিসংখ্যান দেই…
পৃথিবীতে মেয়েদের জন্য নিরাপদ দেশ কোনটি বলে গুগল চাচ্ছু কে জিজ্ঞেস করলাম… বেশকিছু পরিসংখ্যান ভেসে উঠল, ঘেটেঘুটে ১০টির নাম আপনাদের জানাচ্ছি…
ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, আইসল্যান্ড, নরওয়ে, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড...
লিস্টটা আবার পড়েন, একটা দেশও নেই যেখানে মেয়েদের পোশাকে কিংবা পুরুষ সংগী দিয়ে নিরাপদ করা হচ্ছে না...
আচ্ছা এবার এই লিস্টের তলানীতে কারা আছে আই মিন মেয়েদের সবচেয়ে অনিরাপদ দেশ কোনগুলো... আসেন দেখি
ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া...
তিনটিই কট্টর মুসলিম দেশ, প্রায় শতভাগ মুসলিম লোকসংখ্যা এবং দেশগুলোতে শরিয়া আইন বিদ্যমান। অথচ তিনটি দেশই মেয়েদের জন্য পৃথিবীতে সবচেয়ে বিপদজনক বা অনিরাপদ। ত আমাদের মোল্লারা কিন্তু আওয়াজ তুলছে... শরিয়া আইনে বাংলাদেশের মেয়েরা নিরাপদে থাকবে... সিদ্ধান্ত আপনাদের। ধর্ম মানুষের মনের শান্তি, পরকালের চাবিকাঠি তবে ধর্মীয় অপব্যবহার আপনাদের জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বে।
হিন্দুদের দেশ ভারতে কি মেয়েরা নিরাপদে আছে? অবশ্যই না...ওখানকার পরিস্থিতি ও আমাদের মতই খারাপ।
মেয়েদের জন্য পৃথিবীতে নিরাপদ দেশগুলোর কোথাও কিন্তু পোশাকে বাধ্যবাধকতা নেই, নেই ধর্মীয় বাধ্যবাধকতা নেই... যেটা আছে সেটা হলে মানুষ এবং মনুষ্যত্ব।
নিরাপদ দেশগুলোতে কি ধর্ম নেই? অবশ্যই আছে.. মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ, হিন্দু... তবে সেগুলো আছে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে...
রাষ্ট্রীয়ভাবে আছে মনুষ্যত্ব, মানবতা বিকাশের রাষ্ট্রীয় অবকাঠামো।
বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে ভালনারেবল অবস্থানে আছে, দীর্ঘদিন ধরে মেয়েরা নির্যাতিত, অপমানিত হয়ে আসলেও এখন সেটা সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।
আমি এখনও বিশ্বাস করতে পারছি না, একজন ঢাবি ছাত্রীর ইভটিজার কে মালা দিয়ে, কোরআন দিয়ে বরন করছে.. এদেশের কিছু মানুষ... আর রাষ্ট্র চুপ করে বসে আছে।
আমি শুধু বলব, মেয়েরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তোমরা জেগে উঠো, নিজেদের রক্ষা করার জন্য তোমাদেরকেই নেতৃত্ব দিতে হবে। আরেকটা কথা মনে রেখো, তোমাদের শত্রু কিন্তু তোমাদের (মেয়ে) ভেতরেই আছে, ওদের বোঝাও..
উগ্রতা, নগ্নতা কিংবা ধর্মীয় অনুশাসনের নামে বন্দী করে দাসী বানানো কোনটাতেই তোমাদের মুক্তি নেই। তোমাদের মুক্তি আছে সচেতনতায়, সুশিক্ষায়, শিক্ষিত সামাজিক অবকাঠামোতে।

No comments:

Post a Comment