Thursday, September 11, 2025

পকেট শাড়ি

 



কথায় বলে না ‘যত পাই, তত চাই’। স্বাচ্ছন্দ্যও খানিকটা সে রকম। ট্রাউজ়ার, জিন্‌স পরার একটা সুবিধা হল, তাতে পকেট থাকে। শাড়িতেও যদি সেই সুবিধা পাওয়া যায়, তা হলে কেমন হয়? মশকরা নয়, এ বারের পুজোয় শাড়ির বাজারে নতুন সংযোজন ‘পকেট শাড়ি’।

No comments:

Post a Comment