মসুর ডাল প্রাকৃতিক ত্বকচর্চার অনন্য উপাদান। এতে থাকা প্রোটিন, ভিটামিন বি, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে ত্বকের ময়লা দূর করে, রঙ উজ্জ্বল করে ও বয়সের দাগ-ছাপ কমিয়ে ত্বককে করে তোলে ভেতর থেকে উজ্জ্বল ও প্রাণবন্ত।
মসুর ডাল ব্যবহারের
কিছু সহজ পদ্ধতি
ফেস স্ক্রাব
আধা কাপ মসুর ডাল সারারাত ভিজিয়ে রেখে সকালে বেটে নিন। সামান্য কাঁচা দুধ মিশিয়ে পেস্ট বানান।
উজ্জ্বল ত্বকের প্যাক
মসুর ডাল গুঁড়া, মধু ও গোলাপজল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকে
মসুর ডালের গুঁড়ার সঙ্গে দই মিশিয়ে মুখে লাগান। এটি অতিরিক্ত তেল শোষণ করে, ব্রণ নিয়ন্ত্রণে রাখে।
বলিরেখা দূরীকরণে
মসুর ডাল ভিজিয়ে মিহি করে পেস্ট করে নিন।
রোদে পুড়ে গেলে
মসুর ডালের গুঁড়া, লেবুর রস আর অল্প কাঁচা দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। রোদে পোড়া অংশে যেমন হাত, মুখ, ঘাড়, গলা, পায়ে লাগিয়ে নিন।
No comments:
Post a Comment