এক ভাই দেশে গিয়েছিলেন ঈদ করার জন্য। দেশ থেকে আমাদের সবার জন্য এই গুলি এনেছেন ।
আমাদের ভাগে পরেছে আটটা রসগোল্লা , দুইটা কাগজী লেবূ আর একটি আম।
মানে স হজ কথা,
বাংলাদেশ কমিউনিটির জনসংখ্যা বাড়ে আর আমাদের ভাগে কম আসে ।
জাপানে এখন রসগোল্লা বানিয়ে বিক্রি করে দেশিরা আর আমরা গৃহিনীরা ও বাসায় বানায় কিন্তু দেশ থেকে আসা রসগোল্লার সেই স্বাদ ।
অনেক কসরত করে ও আমাদের রসগোল্লার সেই স্বাদ হয় না ।
তাই তো ব ল তে মন চায়,
দেশের রসের গোলক, এত রস কেন তুমি ধরেছিলে হায়।
এই কয়টা রসগোল্লায় আমাদের কি পোষায়?
No comments:
Post a Comment