অতি ধার্মিকদের প্রাণ উজাড় করে ভালবাসা দেবেন না। বেশিরভাগ অতি ধার্মিক মানুষেরা ভালবাসার প্রতিদান দিতে পারেনা বলে ঈশ্বরকে সব কিছুতে জড়িয়ে ফেলে এবং ভালবাসার প্রতিদান বাকি রাখে ঈশ্বরের নামে পরকালের দোহায় দিয়ে। আপনি যদি কাউকে ভালবাসেন তার প্রতিদান তাকেই দিতে হবে এবং এই পৃথিবীতেই। খেয়াল করে দেখুন প্রায় সব অতি ধার্মিকেরা কারো না কারো অতি ভালবাসার ফসল। বাবা, মা, প্রেমিকা, স্ত্রী বা অন্য কারো ভালবাসার প্রতিদান তারা দিতে কুন্ঠিত বোধ করে তাই তারা সেটা বাকী রাখতে চায়। এর প্রমাণ হল তারা ধর্মকে শুধুই লেনা-দেনার চোখে দেখে। ধর্ম কখনই শুধু লেনা-দেনা বা দোজখের ভয় বা বেহেশতে প্রাপ্তির বিষয় নয়। ধর্ম প্রধাণতঃ মানুষের সৃষ্টি, জীবন ও মহাবিশ্ব সম্পর্কে অজানা প্রশ্নের জন্য যে উদ্বেগ, হতাশা ও বিভ্রান্তী, তার উত্তর পাবার একটি পথ মাত্র। অতি ধার্মিকেরা সেই পথে যায় না। ধর্ম তাদের কাছে ব্যক্তিগত অস্তিত্বগত সমস্যার উত্তর খোঁজার রাস্তা নয়। ধর্ম তাদের কাছে মানুষের জন্য আবেগগত ঋণের দায় শোধ না করে ঈশ্বরের দোহায় দিয়ে পলায়নের পথ।
Thursday, June 19, 2025
অতি ধার্মিকদের প্রাণ উজাড় করে ভালবাসা দেবেন না।
একজন ভিখারি খূব ভাল করে জানে ঈশ্বরের কাছে তার শত প্রশংসা করলেও পেট ভরবে না শত নাম জপ করলেও তার পাত্রে একটি পয়সাও পড়বে না। সে মানুষের কাছে হাত পেতে ঈশ্বরের প্রশংসা করে। এই কৌশলে সে মানুষকে পরকালের কথা মনে করিয়ে দিতে চায় আবার সে বলে দানটা ঈশ্বরের নামে করুন যাতে তার নিজের এর বিনিময় দেবার কোন দায় না থাকে। ভিখারির এই কৌশলে ঈশ্বর একটা প্রক্সি ছাড়া কিছু নয়। অতি ধার্মিকদের ক্ষেত্রেও তাই। ধর্ম প্রধাণতঃ নিজের সাথে ঈশ্বরের একটি যোগাযোগ, আরবী সালাত কথাটার অর্থ সংযোগ। সেই সংযোগ ঈশ্বরের সাথে নামাজীর সংযোগ। অন্য মানুষেদের ধর্মকর্ম নিয়ে ইহকালে জোর জবর্দস্তি আর পরকালে লোভ ভয় দেখানো মূলত ধর্মের প্রক্সি দিয়ে নিজে জাগতিক মনজাগতিক সুবিধা আদায়ের কৌশল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment