পৃথিবীতেই রয়েছে মশামুক্ত স্থানও। যেমন- আইসল্যান্ড। এ দেশেই পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনও ধরণের মশা নেই।
এছাড়া, আইসল্যান্ডে কোনও সাপ বা অন্যান্য সরীসৃপ নেই। সেই কারণেই আইসল্যান্ডকে কখনও কখনও "সাপমুক্ত দেশ" বলা হয়।বিজ্ঞানীরা বলেছেন যে, আইসল্যান্ডের দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া এবং ঠান্ডা জলবায়ুতে মশা বাঁচে না। ফলে মশার ডিমের বৃদ্ধ বা ডিম ফুটে বের হওয়া কঠিন হয়ে পড়ে। সুতরাং, আইসল্যান্ড শান্তিপূর্ণ - মশা নেই, সাপ নেই, কেবল পরিষ্কার, ঠান্ডা প্রকৃতি।
No comments:
Post a Comment